মাহবুবুল হক ওসমানী
।। কানাডা থেকে ।।
কানাডায় ষষ্ঠ টরন্টো দক্ষিণ এশিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭ এর শুভ উদ্বোধন ঘোষণা হল গত ২১ এপ্রিল। মিসেসাগার লিভিং আর্টস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কর্তাব্যক্তি, রাজনীতিবিদ, স্পন্সর, মিডিয়া, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এবারের আয়োজনের শুভ সূচনা ঘোষণা করা হয়।
আয়োজক সংগঠনটির প্রধান সানি গিল তার বক্তব্যে বলেন, এমন উৎসব কেবল সবাইকে বিনোদিত করে ব্যাপারটি তা নয়। এতে আমাদের তরুণদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, চাকুরির বাজার তৈরি করা যাচ্ছে, আমাদের সংস্কৃতিকে অনেক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যাচ্ছে, এবং চলচ্চিত্র মাধ্যমকে ব্যবহার করে পরিবর্তন আনা সম্ভব হচ্ছে। তিনি, এই উৎসব আয়োজনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক সহ সবাইকে ধন্যবাদ জানান।
উৎসবে বাংলা বিভাগের প্রধান সমন্বয়কারী আনোয়ার আজাদ সিবিএন২৪’কে বলেন, বাংলাদেশ থেকে ৪টি ফিচার ফিল্ম এবং ৬টি শর্ট ফিল্ম এই উৎসবে অংশ নেবে। কোলকাতা থেকে আসবে ৩টি ফিচার ফিল্ম এবং ৪টি শর্ট ফিল্ম।
বাংলাদেশ থেকে অংশ নেওয়া ফিচার ফিল্মগুলো হলঃ ফখরুল আরেফিন খানের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছবি “ভুবন মাঝি”, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সাদাকালো ছবি “লাইভ ফ্রম ঢাকা”, আশরাফুল আলমের “গোপন”, এবং বিজন ইমতিয়াজ পরিচালিত ‘মাটির প্রজার দেশে’।
এ বিষয়ে আরও পড়তে ক্লিক করুনঃ টরন্টোর চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৪ ছবি
এছাড়া কলকাতার অগ্নিদেব চ্যাটর্জীর “গহীন হৃদয়” শৈবাল মিত্রের “চিত্রকর” ও আসামের রাজবংশী ভাষায় নির্মিত ববি সারমা বরুয়ার “সোনার বরণ পাখি” ছবি দুটি বাংলা বিভাগ থেকে আমন্ত্রণ পেয়েছে।

টরন্টো প্রবাসী বাংলাদেশি নির্মাতা ফুয়াদ চৌধুরীর একটি শর্ট ফিল্ম উৎসবে দেখানো হবে। দক্ষিণ এশিয়ার কমিউনিটির মধ্যে গৃহে নির্যাতন নিয়ে নির্মিত এই ছবিটির নাম “ডিলেইড নট ডিনাইড”।
আগামী ১১ মে এই উৎসব শুরু হয়ে শেষ হবে ২২ মে।
২১ মে রোববার ও ২২ মে সোমবার টরন্টোতে বাংলা চলচ্চিত্রগুলোর প্রদর্শন হবে। এতে চলচ্চিত্রগুলোর উল্লেখযোগ্য অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক-প্রযোজকরা অংশগ্রহণ করবেন।
Facebook Comments