ফাহমি আরিফ রহমান (২১)
কানাডার টরন্টো থেকে বাংলাদেশি এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফাহমি আরিফ রহমান। (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২১ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, পুলিশ আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফাহমির মরদেহ টরন্টোর ‘সুগার বিচ’ সংলগ্ন লেক অন্টারিও থেকে উদ্ধার করে।
ফাহমি দীর্ঘদিন বিষণ্ণতায় ভুগছিলেন। এজন্য তিনি চিকিৎসাধীনও ছিলেন। ধারণা করা হচ্ছে, বিষণ্ণতার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
গত ফেব্রুয়ারিতে নিখোঁজ হয় ফাহমি। এরপর দীর্ঘদিন তাকে কানাডার বিভিন্ন স্থানে খোঁজা হয়। প্রত্যেকটি প্রদেশের বাঙালিরা এগিয়ে আসেন ফাহমিকে খুঁজতে। গণমাধ্যমগুলোতে নিখোঁজ সংবাদও প্রচার হয়। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশি কমিউনিটির এই উদীয়মান তরুণ!
ফাহমি টরন্টোর সাবিনা রহমান এবং আরিফ রহমান দম্পতির সন্তান। তার অকাল মৃত্যুতে কানাডার বাংলাদেশি কমিউনিটির মাঝে নেমে আসে শোকের ছায়া।
[সিবিএন২৪-এ যোগাযোগের ঠিকানাঃ info@cbn24.ca; বিজ্ঞাপনের জন্য যোগাযোগঃ ৬৪৭-৫৭২-৫৬০০ (কানাডা), ০১৬১৬৩৮৮৮১২ (বাংলাদেশ)]
Facebook Comments