‘আমি বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী। আমি শুনেছি বাংলাদেশি সিনেমা বেশ ভালো করছে। সিনেমাটিতে কোলকাতারও কিছু দৃশ্য আছে, অর্থাৎ ভারত-বাংলাদেশের সম্মিলন রয়েছে। তাই আমি ছবিটি দেখতে এসেছি।’
টরন্টোর ওয়ার্ডেন-এগ্লিন্টন সিনেপ্লেক্সে “প্রেমী ও প্রেমী” ছবিটি দেখতে এসে এমনটাই বলছিলেন ভারতীয় দর্শক সাজিদ।
ছবিটি মুক্তির প্রথম দিনে এক বাঙালি পরিবারের সঙ্গে এসেছে সে। সিনেমাটি বাংলা ভাষায় হলেও সাব-টাইটেলে ইংরেজি ভাষা থাকছে, তাই বুঝতে খুব একটা অসুবিধা হবে না বলে জানান তিনি।
সাজিদের সঙ্গে আসা বাংলাদেশি পরিবারের একজন জানালেন, তারা সবসময় বাংলা ছবি দেখেন। কানাডায় বাংলাদেশের সিনেমা দেখতে পেরে তারা বেশ আনন্দিত। এখানকার সকল বাঙালিদের তারা ছবিটি দেখতে এবং বাংলা চলচ্চিত্রকে উৎসাহ দিতে আহ্বান জানান।
কানাডায় বাংলা চলচ্চিত্রের পরিবেশক কোম্পানি স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট সজীব সপ্তক বলেন, এখন লং উইকেন্ড, ফ্যামিলি ডে। সিনেমা দেখার জন্য আবহাওয়া অনেক ভালো। তাই পরিবারের সবাই মিলে ছবিটি দেখতে আসার অনুরোধ জানান তিনি।
টরন্টোর পাশাপাশি মন্ট্রিয়লেও চলছে “প্রেমী ও প্রেমী”।
অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা রয়েছে।
প্রথম সপ্তাহের শো-টাইমঃ
সিনেপ্লেক্স, এগলিন্টন টাউন সেন্টার, টরন্টো
শনিবার- সোমবার (১৯ ফেব্রুয়ারি – ২০ ফেব্রুয়ারি) ১২:৫৫, ৪:০০, ৬:৫৫, ১০:০৫
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি): ৪:০০, ৬:৫৫, ১০:০৫
বুধবার-বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি – ২৩ ফেব্রুয়ারি): ৩:৫০, ৬:৫৫, ৯:৫০
টরন্টোয় অনলাইনে টিকেট পাবেন এই লিঙ্কেঃ http://www.cineplex.com/Showtimes/premi-o-premi-bengali-west/cineplex-odeon-eglinton-town-centre-cinemas?Date=2/17/2017
সিনেপ্লেক্স, ফোরাম, অ্যাটওয়াটার, মন্ট্রিয়ল
রবিবার (১৯ ফেব্রুয়ারি): ১২:২০, ৩:২০, ৬:২০, ৯:২০
সোমবার – বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি – ২৩ ফেব্রুয়ারি): ১:৩০, ৫:০০, ৮:৩০
মন্ট্রিয়লে অনলাইনে টিকেট পাবেন এই লিঙ্কেঃ http://www.cineplex.com/Showtimes/premi-o-premi-bengali-west/cinema-cineplex-forum?Date=2/17/2017
Facebook Comments