গত ৯ এপ্রিল হয়ে গেল উইন্ডসর ওয়েস্ট ফেডারেল লিবারেল পার্টির ডিসট্রিক্ট রাইডিং এসোসিয়েশন নির্বাচন। এই এসোসিয়েশন ডাইরেক্টরদের নির্বাহী কমিটির নির্বাচনে প্রেসিডেন্ট – ভাইস প্রেসিডেন্ট – সেক্রেটারী এবং ডাইরেক্টরসহ অধিকাংশ পদেই বাংলাদেশিদের মনোনীত প্রার্থিরা বিজয়ী হয়েছে।
এটি একটি ঐতিহাসিক বিজয়। লিবারেল পার্টির মতো একটি মেইনস্ট্রিম পার্টির লোকাল রাইডিং এসোসিয়েশনে এ রকম বিজয় উইন্ডসরের ইতিহাসে বিরল ঘটনা। এই সাফল্য কানাডার সকল বাংলাদেশীদের সাফল্য।
বাংলাদেশ কমিউনিটি ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে প্যানেলের সবাইকে নির্বাচিত করে একটি ইতিহাস সৃষ্টি করেছেন। আশা করা যায় আগামী দিনগুলোতেও কানাডাতে লিবারেল পার্টিকে সুসংগঠিত করে যেতে বাংলাদেশ কমিউনিটি ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করে যাবে ।
বিজয়ীরা হলেন… ফজলে বাকি-চেয়ারম্যান, সাইফু ভূইয়াঁ -সেক্রেটারি, মোহাম্মদ মোল্লা-ভাইস চেয়ারম্যান । আরো যারা বিজয়ী হয়েছেন, বারকাত হাসিম -অর্গানাইজিং চেয়ার , মেসবাহ নূর -পলিসি চেয়ার, মোহাম্মাদ উদ্দিন -ডিরেক্টর ইন চেয়ার । সংবাদ বিজ্ঞপ্তি
Facebook Comments