সাইফুল্লাহ মাহমুদ দুলাল ||
কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মরদেহ বাংলাদেশে পাঠানো হচ্ছে। তবে কোভিড-এর জন্য ফ্লাইট বুকিং নিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। এমনটাই জানিয়েছেন মিউনিপেগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুরদানা ইসলাম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ইন্টারলাক কমিউনিটি এলাকার প্রায় দশ কিলোমিটার দক্ষিণে হাইওয়ে ৭-এ এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় মারা যান আল নোমান আদিত্য, রসুল বাধন এবং অরণ্য আজাদ চৌধুরী।
তারা সবাই ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় পড়াশোনা করতেন। তারা তিন বন্ধু উইনিপেগ থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তরে বেড়াতে গিয়েছিলো এবং সেই হেকলা অঞ্চল থেকে ফিরছিলো।
নিহতদের মরদেহ গ্রহণ এবং দেশে পাঠানোর জন্য ইতোমধ্যে ইউনিভার্সিটি অব ম্যানিটোবা বাংলাদেশি স্টুডেন্ট এসোসিয়েশন, স্থানীয় প্রবাসী বাঙালি এবং পারিবারিক সদস্যদের মধ্যে ভার্চুয়াল মিটিং হয় এবং মরদেহ পাঠানোর জন্য কয়েকটি কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।
https://www.facebook.com/cbn24.ca
Facebook Comments