সাইফুল্লাহ মাহমুদ দুলাল ||
কানাডার অন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস পদত্যাগ করেছেন। তিনি ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করলেন। আর এই সমালোচনার কারণ, করোনাকালে লকডাউনের নিষেধাজ্ঞার মধ্যেই তিনি ক্যারিবীয় দ্বীপদেশে ভ্রমণ করতে যান। ফলে ফিলিপস জনরোষের শিকার হন।
নিষেধাজ্ঞার মধ্যেই গত ১৩ ডিসেম্বরে ফরাসিভাষী ক্যারিবীয় দ্বীপদেশ সেন্ট বার্টসে ব্যক্তিগত ভ্রমণে যান এবং বছরের শেষ দিন অর্থাত ৩১ ডিসেম্বর সকালে দেশে ফিরেই বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি তার সফরের জন্য ক্ষমা চান। এবং এটিকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ ভুল’ হিসেবে অভিহিত করেন এবং আফসোস করে বলেন, আমি এমন সময় ভ্রমণে গেছি, যখন সেটা করা উচিত ছিল না। আমি ক্ষমা চেয়েছি। এ নিয়ে আমি কোনও অজুহাত দেখাবো না।
গণমাধ্যম থেকে আরো জানা যায়, গত বৃহস্পতিবার এক বিবৃতিতে অর্থমন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। আর নতুন অর্থমন্ত্রী হিসেবে ট্রেজারি বোর্ডের সভাপতি পিটার বেথলেনফালভি’র নাম ঘোষণা করেন ফোর্ড।
ফিলিপসের পদত্যাগের পর এক বিবৃতিতে প্রিমিয়ার ফোর্ড বলেন, ফিলিপসের পদত্যাগ দেখিয়ে দিয়েছে, তার সরকার উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে আপোষহীন।
ফিলিপস বর্তমানে ১৪ দিনের কোয়ারান্টাইনে রয়েছেন।
https://www.facebook.com/cbn24.ca
Facebook Comments