সাইফুল্লাহ মাহমুদ দুলাল ||
খ্যাতিমান নৃত্যশিল্পী সুলতানা হায়দারের কন্যা অরুণা হায়দার অসুস্থ হয়ে এখন চিকিৎসাধীন রয়েছেন। অরুণা টরন্টোর বাংলা সাংস্কৃতিক জগতে একটি উজ্জ্বল নাম। সুস্থ্য সংস্কৃতি বিকাশে তাঁর নিরন্তর প্রচেষ্টা দেশ বিদেশে প্রসারিত। তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত।
উল্লেখ্য, অরুণা শৈশব থেকেই মায়ের হাত ধরে নৃত্যশিল্পী হিসেবে সুপরিচিত। কানাডায় এসে তিনি নৃত্যকে সম্প্রসারণের জন্য ‘সুকন্যা নৃত্যাঙ্গন’ সংগঠন তৈরি করেন। পাশাপাশি তিনি বিভিন্ন নাটকে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন।
জানা গেছে, তাকে তৃতীয় কেমো দেয়া হয়েছে। এক বছরের বেশি সময় ধরে তার চিকিৎসা চলবে। সেজন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য Community Crisis Support & Services (CCSS) এক জরুরী ফান্ড রেইজিংয়ের মানবিক উদ্যোগ গ্রহণ করেছে!
https://www.facebook.com/cbn24.ca
Facebook Comments