সাইফুল্লাহ মাহমুদ দুলাল ||
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন বছরের প্রাক্কালে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ৩১ ডিসেম্বর রাতে নতুন বছরকে স্বাগত জানিয়ে তিনি তার ফেসবুক এবং টুইটারের এক বার্তায় বলছেন, সোফি এবং আমি আপনাদেরকে নববর্ষের জন্য আমাদের উষ্ণ-আন্তরিক শুভেচ্ছা পাঠাচ্ছি।
তিনি উক্ত বার্তায় আরো বলেন, ‘এ বছরটি আমাদের জন্য চ্যালেঞ্জপূর্ণ ছিল। আমরা বিশ্বব্যাপী মহামারীর তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমাদের স্বাস্থ্য, আমাদের অর্থনীতি এবং আমাদের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে’।
তিনি বর্ণবাদী কানাডিয়ান এবং আদিবাসীদের ন্যায়বিচারের কথা উল্লেখ করে আরো বলেন, আমাদের দেশে বর্ণবাদ, বৈষম্য এবং অন্যায় নিরসনে আমরা এখন থেকেই কাজ করে যাবো। সেই সাথে আন্তর্জাতিক জলবায়ু থেকে শুরু করে অন্যান্য বিষয়েও কাজ করবো।
২০২১ সালে আমরা কানাডাকে আরও ন্যায়সঙ্গত করে সমৃদ্ধ এবং শক্তিশালী কানাডা গড়ে তুলবো।
https://www.facebook.com/cbn24.ca
Facebook Comments