মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ, শনিবার, বিকেল ৪টায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের গবেষণা চর্চা কেন্দ্র খ্যাত এই প্রতিষ্ঠানটির বর্ণাঢ্য এ উৎসবে থাকছে নানা আয়োজন।
‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগীতা, বঙ্গবন্ধু বইমেলা (মেলায় অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা বইগুলো সূলভমূল্যে পাওয়া যাবে), আলোচনা সভা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন।
উক্ত অনুষ্ঠানে সকল বঙ্গবন্ধুপ্রেমীকে সবান্ধবে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা’র সভাপতি ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানস্থল : Senator O’Connor College Auditorium,
60 Rowena Drive, Toronto
তারিখঃ ২৮ মার্চ, ২০২০ শনিবার
সময়ঃ বিকেল ৪টা-রাত ১০টা
যোগাযোগঃ 647-745-7790, 416-986-4467, 647-241-6816
Email : bfoundationcanada@gmail.com
*সংবাদ বিজ্ঞপ্তি
https://www.facebook.com/cbn24.ca/
Facebook Comments